এই ঘর, এই সময় -শান্ত নির্জন
উঠানে গোবর গন্ধ -দেওয়াল টিকটিক শব্দ
ভাঙাচোরা আনন্দ কচিবৃন্তে জীবন বাণী
হাওয়া, রোদ মেঝেতে বসে বসে
পোড়া বিড়ির ছাই পারফিউম মাখে
প্রাণ জাগে থরে থরে
এই ঘর, এই সময়ে নতুন করে


সামান্য স্মিত হাসি মাটি জেগে
সুখদুঃখ এঁঁকে চলে দীর্ঘ যাপনের
এই ঘর, এই সময়।