ঘরগুলো আজ জলে বাস করে
নোনাজলের পরিপূর্ণতায়
একগ্লাস জল চাঁদ খায় রাতে
সহজ শিশুদের কান্না  
মধ্য জলপাড়া থেকে আসে ভেসে
২৬শে মে নৈঋতে ঝলসে ওঠে ছবি
মহামারির অনন্য মুখোশ স্তবক
রাজনীতির হিংসা জলপাড়ায় প্রতিধ্বনি হয়
চোখের সামনে কয়েক'শ মিথ্যে আয়নায়
চোখলুকানি খেলায় সময় গড়িয়ে যায়


আমি তখন কয়েকটি কচিমুখের দিকে তাকিয়ে
এপাড়ায়- ওপাড়ায় সান্নিধ্য লাভ করি
অগাধ আশীর্বাদ  উপচে পড়ে মাথারপরে
মুগ্ধতায় তাঁদের পাশে বসি
এইটুকু হাতবাড়াতেই আনন্দ...