আমি সকালে যে রাস্তার উপর দিয়ে হাঁটি
সেখানে  দেখি কতগুলো কুয়াশা
অবিরাম খেলা করছে
পূবের আকাশ কমলালেবুর মতো সূর্যের আলোতে
আমার পায়ে পায়ে কত প্রার্থনা  ওদের অশ্রুতে
আমি যতবার হাত দিয়ে আশীর্বাদ করি
ততবারই আমি ভিজে যাই
আমার দূর্বল শরীরে
আমি একটু  মায়া ছেড়ে  এগোতে থাকলেই
ভীষণ উত্তাপ নিয়ে আমাকে ঘিরে ধরে
টিউলাইটের মতো সাদা আলোতে
আমি ক্রমশ ঘামতে ঘামতে
একটা  গাছের ছায়ায় আশ্রয় নিই


তখনই  পায়ে মাড়িয়ে যাওয়া
কুয়াশা  খিলখিল করে হেসে ওঠে।