এসো পিঠে বানাই সবাই মিলে
পাড়ায় পাড়ায় লেগেছে বেশ ধূম
ছেলে,মেয়ে, বুড়ো বুড়ি সকলেই এলে
আনন্দে সারারাত কেটে যায় ঘুম।


গুড় পিঠা, তেল পিঠা  নারকেলের ছই
বাটি পিঠা,পুর পিঠা আর হরেকরকম
ধনী - গরীব  সবাই খায় দেখছে বই
মকরসংক্রান্তিরে পিঠের গন্ধ সবরকম।


পৌষমেলা চারদিক মানুষ কাটায় চিরসুখে
শান্তিনিকেতন আর কন্দুলির মেলা
মনে পড়ে যায় এই রাতে ছাপ শুধু চোখে মুখে
এসো ভাই  সবাই  মিলে কাটাই বেলা।