স্থিরতা স্থিরচিত্র আঁকা  জলের সরসী
মধুর চাঁদনিময়ী সৌন্দর্য আমোদিত
আমার হারানো স্নিগ্ধতা একঝলক
নিত্যদিনের ঢেউগুলো চোখ প্রতীক
কখনো হারাই কখনো বা স্নানকথা


জোছনা ছায়ায় মিশে যাই নির্ঝর জলে  
কামনায় ঘনঘটা বেশ অর্জিত  সময়
লজ্জিত মুখ, উদাসীন যৌবনাবতী
মুখোমুখি অসংকোচ বুকের বসন


নগ্নতা বাহিরী চোখে অস্পষ্ট আঁধার হাসি
এই জল হাওয়া যাপন  ভিন্ন স্বাদ কৌশল
রাত সময়  এগিয়ে  মুক্তির উল্লাসে
আমি তোমার কামনার ঘরে
অকৃপণতায় দু'হাতে জড়িয়ে  কোমল শরীর


ভোর, আর একটা ভোর বাকী
এসো স্নান করি -  উন্মুক্ত জোছনায় ।