এসো ভোর। এসো মহালয়া। এসো অসুরদলনী।
এই সুন্দর সকাল, এই দুর্দিনে আগমনীর সুর
এতোটুকু হাওয়া যেটুকু  ছড়িয়ে সারা ভোর
অনন্ত শুভেচ্ছায় বেজে ওঠে সুতীব্র আহ্বান।


কালোরাত গর্জে উঠে মনের মধ্যে অসুখ
ভরামাঠ কাশবন,  লুটিয়ে পড়ে অভিমান
দূরের হাওয়া ঘোষণা করে ভোরের মান
ঘোর বৃষ্টিপাত জানিয়ে দেয় সময়ের গান।


এসো ভোর।এসো শিউলি বাহার। এসো শরৎ
শপথের মালা নিয়ে করি যে তোমায় আহ্বান
দুঃখের পৃষ্টাগুলো খুলে খুলে পড়ে যে  তান
আনন্দের এই ভোরে তবুও নেই  ভালোবাসা।


এসো ভোর। এসো মহালয়া।এসো অসুরদলনী
আজ এই ভোরে প্রাণে প্রাণে জাগে সুরের আগমনী।