মায়ের আলপনার দাগ
দশ মাস দশ দিন
নিজস্ব সীমার মাঝে
যন্ত্রণা মাঝে এঁকেছেন  সেদিন


আজও শুনি সেই কান্না
আগমনী সুরের মাঝে
একযুগ  ধরে আমি
সেই ছবি আঁকি সাঁঝে


যদিও  সে পথ মসৃণ  নয়
ঘাসে ঢাকা  মায়ের শরীর
আলপনা চিহ্ন খোঁজে খোঁজে
পথের মাঝে শুধুই অস্থির।