এই সেই গ্রাম
যেখানে ছড়িয়ে গল্প আর গান
তবুও মার সাবেকি উঠান, ছায়াঘর, তুলসী তলা,কুঁড়েঘর
যেখানে  মায়ের শান্তিলতা সারা গ্রামজুড়ে
সুখ- দুঃখের ইতিহাস বয়ে বেড়ায়


একটুকরো রুটির খোঁজে
ছেলে- মেয়েদের অনাহারে দেখে
সারা গ্রামজেগে ফিরে আসে


ঘুমহীন চোখে কুঁড়েঘর জেগে
আজও মা রাতজাগে গ্রামজুড়ে।