মহিম,অচলা ও সুরেশ —
প্রেম ত্রিভুজের আর এক কোণে মৃণালিনীর চিন্তাবৃত্তের
নিম্নবিত্ত নিরুপায় শিক্ষিত যুবকের অসহায় স্বাধীনতা
দগ্ধ হতে হতে  মহিমের নির্লিপ্ত  সকালে
পরিবেশের প্রবাহে ভেসে যাওয়া
এক ভালোবাসা পুড়ে  যায় হৃদয়


যেখানে সুরেশ  হৃদয় ছেড়ে  গান ধরে শরীরের
প্রেম সেখানে  অন্ধ
অচলার ভালোবাসায় ঝড় ওঠে
মুহূর্তে প্রশ্ন চিহ্নের মতো
মহিম না সুরেশ?


আসলে এই ত্রিকোণ  জ্যামিতিক নকশায়
সমাজের দায়বদ্ধতার অংশে
ঝড় বয়ে যায় —
প্রকৃত প্রেমিকের  খোঁজ।