যা আজ পুরনো সবই তো আমার জন্য চেনা
মুহুর্তের আঁধারটুকু সাঁকোতে করে আনাগোনা


সূর্যটা সেই থেকে গেল শতাব্দী জুড়ে পুরনো
বৈশাখের ছোঁয়াতে তা নতুন হয়ে ওঠে যেন


কত চিঠি লিখেছে, কত আনন্দে বাড়িয়েছে হাত
হিসাব মিলেনি প্রেমের, ধর্ষিত যে কত রাত


বাতাসের উৎসব মিনারে কত জলপরী খেলে
জীবন খুঁজেছে জীবনের কাছে সময় তা পেলে


চৈত্রের শেষে ভালোবাসা ঝরে বছর শুরুর কথায়
নতুন অঙ্কে চেনা যাবে সময়ের সেই হালখাতায়।