প্রতিটি পথ তোমার নয়
শতাংশ সেরার সেরা বিচার
তাও তোমার নও


ভেবে দেখো তুমি কার কিংবা কাদের?
তোমার  চলার পথ বিস্তৃত
কিন্তু সংকীর্ণতা মনে


তোমার জন্য কোটি কোটি মানুষ
তাদের অফুরন্ত ভান্ডার
যা দিয়ে তোমায় সাজিয়ে রেখেছে


তুমি অহংকারী
এদের জন্য তুমি নও
প্রতিটি সময় যেন তোমার


তোমার বিলাসিতা, হাঁটাচলা, কথার ঢং
সবই জনতার


তোমার নও
তুমি শুধু শরীরে রঙ ছাপিয়ে
দেশ, রাজ্য নিলাম করো


তোমার ম্যাজিক জোয়ারে  
ভেসে যায় সবাই


তবুও যে ক'জন আছে
পায়ে পা মিলিয়ে
হাঁটতে শেখে


তুমি তাদের মতো হাঁটতে শেখো।