ছেলেটার হারমোনিয়ামে ভোর এসে বসে
সূর্য উঁকি মারলে অভিমান
ঘনরোদ সঙ্গে নিয়ে দুপুর ভাঙে স্বরলিপি
বেসুরো গানের স্রোত চড়া রোদে


ছেলেটির মা রান্না ঘর থেকে বলে যায়,'আরও ভালো করে গাও।'
বিহ্বল দৃষ্টিতে রবীন্দ্র সুর তুলে
কোমল নিষাদ থেকে অপূর্ব ধ্বনি সমাগম
রোদ ছায়া হারমোনিয়াম স্কেল-এ
ক্রমশ বাজিয়ে চলে
রোদের শরীরী গন্ধে মিশে যায়
ছেলেটি হাতের আঙুলে তুলে ধরে
রবীন্দ্রনাথ, নজরুল, ,লোকগান আর আধুনিক গানের সহজ চিত্র।