অনিবার্য প্রতিহিংসা- বোধ
স্থান পরিবর্তনে উৎখাত
আমাকে রেখেছো চিন্তার হিমঘরে


উত্ত্যক্ত হয়েছি আমি কোনো এক সময়
তুমি এতোল বেতোল খেলা খেলি
সবিশেষ জ্ঞান


সদা ও সর্বদা দূরে মানুষের হর্ষকোলাহল
তর্জনী উঠিয়ে তুমি কিছু শব্দ ঠোঁটে
তোমারই হর্ষকোলাহলে আক্রান্ত সময়


আমি, তুমি ও মানুষ   মোহে
একই অপরাধ।