সরস্বতী বিদ্যারাণী এসেছে আজ স্কুলে
সবার সঙ্গে দেখা করে ঈর্ষা যায় ভুলে


এতো ছাত্র ছাত্রীর কথা মনে রেখেছে আজ
তাদের নিয়ে পরেছে আজ কত নতুন সাজ


শব্দ -গানে বসন্তদিনে মেতেছে   সবাই
সবার জন্য বিদ্যাবুদ্ধি ভাগ করেন তাই


অক্ষরজ্ঞান  দেন শুরুর প্রথম  প্রভাতে
আনন্দধারা  দেন তিনি হাঁসের পালক হাতে


হাতবাড়াও ফুল নাও চরণে করো অর্পণ
বিদ্যা ছাড়া প্রসাদ খেও সবাই করো পণ।