ক্রমশ  এগোচ্ছি  ডানে, বামে, সোজা
কখনো  মেঘ বৃষ্টি  হয়ে ঝরে
আবার অন্ধকার  নামে
পেছনে  ষড়যন্ত্র
আপনজন  বিশ্বাস  হারায়
আমার  যাপন ঘিরে
একটু  একটু  করে ক্ষয়ে যায়
অতীত  আশা


সবকিছু  ঠেলে হেঁটে  চলি
তোমার উঠানে
তখনও  অঝোরে  বৃষ্টি


তোমার চোখে ছায়া-রঞ্জন
উঠোনে  জড়িয়ে  তুমি
সারা শরীর  মায়া-মমতার স্বাদ


সে এক অজানা  অনাবিল  স্বাদ
খুঁজে  চলি তোমার  অতীত  স্পর্শ


যা তোমার  - আমার
সেতুতে গড়ে ওঠে  ভালোবাসা।