শুঁড় ফুলিয়ে হাঁটছে হাতি
ভীষণ এক কায়দায়
পথিমধ্যে  পিঁপড়ে দেখে
পিছন পিছন ছুট দেয়।


হাতি বাবাজি সুযোগ খুঁজে
বসে  সিংহাসনে
চারধারে তে পিঁপড়ে সারি
ভাবছে মনে মনে।


পিঁপড়ে গুলো বুক ফুলিয়ে
হাতির সেবা করে
আরাম করে হাতি বাবাজি
ঘুমিয়ে একটু পড়ে।


সুযোগ বুঝে পিঁপড়ের দল
মিষ্টি মিষ্টি করে
হাতি তখন নাক ডেকে
পায়ে টিপে মারে।


পিঁপড়েরা দল বেঁধে
শুঁড়ের ছাঁদায় ঢুকে    
হাতি বাবাজি ফোঁ ফোঁ করে
রাজ্য কাঁপিয়ে হাঁকে।