১.
জীবন  বোধ
সমাজে অহংকার
নিন্দায় দেখে।
২.
বেকার আজ
মৃত্যুতে বেঁচে  ওঠে
আন্দোলনেও।


৩.
শহরে  নামে
কলঙ্কিত  চাঁদ
কলঙ্ক আঁকে।
৪.
মেয়েটি  হাঁটে
নদীর  পাড় ধরে
নদীর  প্রেমে।
৫.
গাছে গাছেই
পাখিটি  গান ধরে
বাতাস থামে'।
৬.
গ্রাম্য বালিকা
অবুঝ ভালোবাসা
দুঃখ  বাড়ায়।


৭.
পথে  পথেই
ব্যর্থ প্রেমের  কথা
চোখের জলে ।
৮.
বাবলা গাছের
ঝরাফুলের গল্প
আকাশ  বলে।
৯.
বাতাসের
গন্ধে  মাতাল হবো
শরীরী স্পর্শে।
১০.
মাতাল রোদ
উত্তপ্ত  প্রেম মনে
সংসারী  হয়।


১১.
চাঁদের  ছায়া
মায়ের সাথে  সাথে
অপার স্নেহে।
১২.
মাঝির পাঠ
নদীর বুকে  নেমে
চুম্বন  স্বাদ।


১৩.
সময়ের সাথে
প্রতিটি  জীবনও  হাঁটে
জীবন যুদ্ধে।
১৪.
জ্যোৎস্নার আলো
ছড়িয়ে নদীর  জলে
মাছেরা  হাঁসে।
১৫.
পুকুরের  মাছ
গান ধরে আনন্দে
চাঁদ  নাচে জলে।