কি হয়ে গেল এই পৃথিবী?
কত দাগ সংকুচিত?
কতখানি জায়গা জুড়ে
ভালো লাগেনা আর


চারপাশে হাহাকার হ্যাঁ করে খায়
মানবতা সেখানে পঙ্গু
গ্রাম ডুবে রোগ আর জলে
তা নিয়ে খোলামাঠে খেলা
এক আকাশ চাল আর ত্রিপল ভর্তি
সবই যেন বাতাসের আড়ালে


মাথা গোঁজাবার একটু আশ্রয়
পেট ঢাকবার দুটো ভাত
কাদা ঘেঁঁটে ঘেঁটে শিশুদের কান্না
পোয়াতি বৌটি শুধু ভিজে যায়
ভারতবর্ষের  অরণ্য ঠিকানায়


এদের নিয়ে রাহাজানি
কতমাইল ছুঁড়ে আওয়াজ
তীক্ষ্ণস্বরে  চুরমার
অসহায় মূল্যবোধ    


চেয়ে থাকে শেষবার এই পৃথিবী
জলন্ত কাঁচা উনুনে...