সেবাময় ভীড়ে ঠাসা
সরে যাচ্ছে নড়বড়ে মাটি
নিলামে  তুলে  নিচ্ছে জনতার মন
এক একটা প্রাচীর  এক একটা  জনসভায়
সারাদিন ধরে রোদ খাচ্ছে ভরা মাঠে
উল্লাসে  ভরে ওঠে  প্রতিশ্রুতির মুখ


অসংখ্য হাতের ভেতর  অগণন  হাত
সব পথে ভীড়  বাড়ে জেগে থাকা  চাহিদা
কার কত শক্তি,পরীক্ষা জনসভায়।