মায়াবী  রোদে করোনা  ভাইরাস  ভাঙার ফানুস
আতঙ্কে ঘরে  বন্দী মানুষ,
তাকে পুড়িয়ে  মারে


আর কিছু  পথিক  সাহস, সময় ভর করে, শুধু তার  পিছনে  চলে
সারা বিশ্ব জুড়ে মৃত্যুর  স্রোত,
কান্নার  হাহাকার ভাসে


গা ঘষছে গোল ঘড়ির  সঙ্গে - আজকের  সূর্য
গা ভর্তি কফ, সারা গায়ে তাপমাত্রা  বাড়ে, শরীর লেগে জিউল গাছের  আঠার মতন  
উড়তে- পুড়তে আলোয় - অন্ধকারে
ভাসছে মৃত্যু সুখ
এই অসুখ নিয়ে ঘোরে  লক্ষ লক্ষ লোক
প্রেম - পরিনয় গিয়ে এখন এই অসুখে
মানুষের সঙ্গে আর  মেলামেশা সঙ্গত নয়


স্বেচ্ছাচারী ভাইরাস  দমনে
মানুষ  নিজস্ব  সচেতনতা গড়ে
বাল্মিকী  হয়ে দেশের  দরদে
আজ জনতা কার্ফু  জারি ।