এই সেই বাড়ি যা চোখে দেখা যায়না
অথচ এই বাড়িতেই একদিন ছিল সুখ
ছিল স্বজনদের আত্মবিশ্বাস  
ওখানেই ছিল আমার কাদা মাখা
রবীঠাকুর  ঘেরা পড়ার ঘর


এখন  সারা বাড়ি ভেঙে বিছিয়ে আছে
যা চোখে দেখা যায়না
কিছু স্মৃতি জঞ্জাল ;স্বজনদের কান্না


কয়েকটি টালি ভাঙা টুকরো রবীঠাকুরের গায়ে
এদিক-সেদিক  মাটিচাপা ;আমার সঞ্চিত বইখানি


ভাঙা বাড়িটার এককোণে কচিকচি কলাগাছ
আর সারা বাড়ি জুড়া সবুজের সমারোহ
পাখিদের আশ্রয় আমার  সেই ভাঙা ঘরে


আমি চেয়ে;স্বজনদের খুঁজি
কখন আমার হাতে তুলে দেবে
আমার সঞ্চিত সেই বইখানি    


অপেক্ষায় অপেক্ষায় কাটে
বেহিসাবি সময় হেঁটে চলে
সন্ধ্যার পরে খুঁজতে খুঁজতে;ঘুমিয়ে পড়ি
ঝড়ে পড়ে যাওয়া বাড়িটার পাশে।