ঝড়ের শেষে, শুরু হয় ঝড়
গ্রামের কানাগলি ডুবে অকালবর্ষণে
আমাদের সব ঘর উড়ে গেছে উত্তাল ঝড়ে
বাঁচার আর পথ নেই, নেই  জীবনের মানে।


সোঁ সোঁ শব্দ আমার মানচিত্রের কালো দিন
ধূসরের পর অন্ধকার, বাড়ছে মেঘ বৃষ্টির ঝড়
মুহুর্তে অচেনা গ্রাম, অচেনা পরিবার আর
বিকেল গড়িয়ে সন্ধ্যা অপেক্ষায় আপন পর।


আবার ভোরে সূর্য ওঠে  নতুন সৌরভে
প্রতিটি পথ অচেনা, যাই পথ শেষে ভুলে
কিছুই নেই আর কাঁদি দেখি সূর্যের আয়নায়  
শেষ জন্ম ভিটের ভিজে পুরনো মাটি তুলে।


গেরস্থালির সাজ  কোন চিহ্ন নেই আর
বর্ষার গর্তে এক রাতে সাপেদের বাসস্থান
দিগন্ত হারিয়ে যায় গ্রামে পুকুরের জলে
মুখ ঢেকে তবু রাখে সচেতনতার মান।


কান্নার গভীরে ধুয়ে যায় খোলা সংসার
প্রবল ঝড় শেষ, দেখা হয়েছিল তবু আমফান
কয়েকটি জেলায় রেখে যায় তার শক্তির চিহ্ন
ঝড় থেমে গেলেও আসবে আবারও ঝড়ের আস্ফালন ।


দিন যায়, রাত্রি কাটে চোখের  জল স্রোতে
গ্রামময় কান্না পারবে কি জীবন বাঁচাতে ?