আমার শৈশব আর মায়ের ঘরে
খোলা বারান্দায়  যখন রাত্রি নামে
তোমাকেই দেখি আমি,উইধরা ছবির থেকে
ছিটকে আসে হাজার আলো
বিস্ময় চোখে মা গুনগুনিয়ে গায় গান।


সময় আমাকে নিয়ে যায় ঈশ্বরের পাতায়
আমার চিনতে চিনতে রাত ভোর হয়ে যায়
দিনের আলোয় বদলে যায় দেশ,কাল, মাটি আর এই সভ্য মানুষজন
বিচার, বিবেক, নৈতিকতার সাথে সাথে ভুলেছে তোমাকেও
তবুও তুমি দীর্ঘ ক্ষেত্র, বিশ্ববাসীর  জীবন্ত ঈশ্বরও...