মানুষের বুদ্ধিগুলো বন্ধকি আছে
রাষ্ট্র সেই সুযোগে
এক একটা আকাশ ছোঁয়া স্বপ্ন সত্যি করে
তারা শান্তির কথা বলে
যেখানে মানুষ অনাহারে শুয়ে কাটায়
সেখানে একটু একটু করে আগুন জ্বলে
তেমনই শান্তি —
যেখানে রোজ শিশুদের কান্না আর শিক্ষিত বেকারদের হাহাকার
এ সবই রাষ্ট্রের অবদান


রাষ্ট্রের বৃত্তে ক্রমশ জনতা গোল হয়ে ঘুরছে
এভাবে ঘুরতে ঘুরতে
একটা আত্মবিশ্বাসে—
জং ধরা রাষ্ট্র  গড়ে ওঠে।