সময় ১৬ই আগস্ট,শাসক তালিবান
বিপন্ন আফগানিস্তান
প্রায় কুড়িবছর পর চারদিকে কাগজ পোড়ার গন্ধ
আটকে যাচ্ছে জীবন আর জীবন।


কয়েকশো মানুষ দাঁড়িয়ে কাবুল বিমানবন্দরে
কেউ রানওয়ে ধরে,কেউবা এরোব্রিজ ধরে,কেউ নিজেকে বেঁধেছে বিমানের চাকায় চাকায়।


চোখের সামনে আকাশ থেকে টুপটাপ করে
খসে পড়ছে মানুয়—
ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে দেহ
এক...দুই...তিন...সহস্র...!
এরা কারা? উত্তর বিভক্ত!
আমার দেশের? হ্যাঁ হ্যাঁ, ভারতের!


হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছি...
কাবুলে একটি বিমানবন্দরের মৃত্যুর দৃশ্য।