সে দিনের  পর
কতদিন  এভাবে  বৃষ্টি  আসেনি
বৈশাখের  রূপসী  বৃষ্টি  নয়, বর্ষার কান্নার  বৃষ্টি নয়,
এ বৃষ্টিতে নেই আদর মাখানো  স্পর্শ , নেই তৃপ্তির ভালোবাসা  
শুধু  এ বৃষ্টি -হিম বৃষ্টি , হিংসার বৃষ্টি, নাগরিকতার বৃষ্টি


কতগুলো  ভালো লাগা নিয়ে বিশ্বের অপলাপ
আমরা কী সুন্দর  নির্মম , উদাসীন


বৃষ্টির তাপে উড়ে গেছে  আমাদের  ঘর
সান্ত্বনা  নেই আমাদের
অসংযত বাণী  উত্তপ্ত  বাণে
সকাল  মিশে যায় দুপুর  আর সন্ধ্যায়
ঝাঁক  ঝাঁক  বহিরাগত  বৃষ্টির নীচে রোশনির স্বাদ  অনুভবে


আমরা বসে থাকি অন্ধকার  দিনের  দিকে


কালের  পথে তাকিয়ে  তাকিয়ে
অনন্তকালের  মধ্যে ডুবে  যাচ্ছি
এই শীত  নামানো  কদর্য বৃষ্টিতে।