বিদ্যুৎহীন - জল নেই - তবু সাদা যেন
কালবৈশাখীর রাত
দিকে দিকে বজ্র - ঝড় - মেঘ খেলা খেলা
বিকট শব্দ দিকে দিকে পুড়ে যাওয়া
ঘরবাড়ি, গাছপালা, মানুষজন
হাওয়ায় উড়ছে কান্নার ধ্বনি


যে আলো দেখি নি আমি কোনো দিন
সেইসব দেশকথা, গ্রামকথা হাহাকার
শুয়ে আছে কালবৈশাখীর রাতে


সেইসব শব পোড়া  সব  ঘর উড়ে যাওয়া
আমার হৃদয়ে মৃত্যুরা মুখ ঢাকে
কালবৈশাখীর রাতে।