গ্রাম - শহর  ঘুরে দেখো
মজার আজব পাবে
একজন ডালে, একজন পাতায়
আর একজন গাছের কাণ্ড খোঁজে


জনগণ ছিঁটকে মাটির অভাবে
কথায় কথায় ভাসিয়ে দেয়
নিজের জায়গা ভুলে
ফলমূল নয় লক্ষ শুধু মূলে


বছর বছর ক্ষমতার ভাগ
জনগণ আজ অসহায় চোখে    
হাত নেড়ে সাধুসঙ্গ ডুবে


শপথ চোখে মুখে ক্রুর  হাসি হাসে
সোজাসুজি উপড়ে ফেলে শিকড়  
প্রতি গ্রাম - শহরের ভাগে পড়ে
আধছেঁড়া পোশাক আর আধা বাসীরুটি  ।