কথার গল্প আছে  বলে এখনও  বাতাস বয়ে যায়
অসাধারণ   স্তাবকতা ঘিরে বিপ্রতীপ  শবযাত্রা  শোক
পথিমধ্যে  একটা  গোটা  মানুষের  অবয়ব  ঘিরে
মুখে মুখে রহস্যের  গল্প উড়ে  যায়
কে বা কারা বিচার  সভায় অদ্ভুত ঝড়ের ঝাঁকুনি  দেয়


আঁধার  হয়, বাতাস থামে, নদীর  স্বচ্ছ  জলের  গায়ে
গতজন্মের দাগ লেগে
জোছনার  প্রতিবিম্ব মাঝে মাঝে জেগে ওঠে মায়াসম্ভার


নিঃসঙ্গ  জীবনের  শেষে
কয়েকটি  ভাঙা  কথার গল্প


যা আজও  বাতাসের  শব্দে  শুনি।