খেলা হোক না হোক
শান্তি আসুক ফিরে।


গ্রাম- শহর জ্বলছে আজ
রাজার সিংহাসনের পাশে
সারা মাঠ আজ ভিড় জমেছে
রক্তাক্ত  শরীরে।


খেলা হোক না হোক
শান্তি আসুক ফিরে।
বিবর্ণ সময় আতঙ্কিত
আকাশের  বিভৎস চিন্তালোকে
আনন্দের স্বাদ নেই মুখে
চোখের আড়ালে খেলে
শ্মশান ঘরে তরজার মিছিল
মৃত্যুতেও ফেলে...
রাতগুলোও জেগে  ওঠে
প্রার্থনা  গভীর অন্ধকারে।


কলঙ্কিত রাতের পরে
সকাল ভিখিরি হাতে
দু'মুঠো ভাত অসুস্থ ছেলের মুখে
চোখের জলে পেট ভরে।


এম.এ পাশ করে সুন্দরী মেয়েটি
ভাঙা উঠানে কাঁদে
আইবুড়ো মেয়েটির স্বপ্ন পূরণ
বাবার মৃত্যতে সারে।


হলুদ সূর্য আকাশ মাখে
খেলার মাঠে একা খেলে
মেঘের গায়ে শব্দ তরঙ্গ
নিষ্ঠুর সমাজ হাসে...