খেলার উপমা রোজ রোজ তুমি  শোনাও
সব খেলা  হয়তো  খেলার মতো  নয়
তোমার থাকা না থাকা সবই রহস্য
খেলার মধ্যেও  মানুষ , দেশ, কাল
সাবধানে  সেরে ফেলো সময় নিয়ে
খেলার মাঠে ঘাসেরা ছড়িয়ে  দেয় ভালোবাসা


তোমার খেলার ফাঁকে  ক্লান্তি  ঝরে
তোমার সত্তাতেই  শুধুই নকল  খেলার জোয়ার।