অপেক্ষায় প্রত্যাখ্যান
অথচ একটা ডাক ছুটে চলেছে
ছায়াপথে সময় নাড়ায়
আকাঙ্ক্ষা ভিজে ভিজে লুটিয়ে বিশ্ব  


গঙ্গার ঘাটে দূষিত বাতাসে
দাঁড়ানো পিতৃহীন অনাথের ম্লান মুখের কাছে
হেমন্ত এসে দাঁড়ায়
পরিচয় খুঁজে দেবে বলে


আশ্রয়ের সবটুকু পারদ চেনা রাজ্যে
সুমধুর স্নেহভরা   কণ্ঠে "বাবা" আহ্বান
কয়েকটি ক্রমিকমান অন্ধকারে ঢেকে দেয়

পাথুরে অন্ধকার হৃদয় ক্রমশ চওড়া হয়
মনখারাপের গত্যন্তর থাকে না আর


ক্রমশ  মিশে যাওয়া মন
নিষেধাজ্ঞা পেরিয়ে  তোমার  কাছে
সস্নেহে "খোকা" আদর মাখে।