মানুষের শরীরে দেখি কত মিথ্যে লেগে আছে
কিছুতেই  স্থির নয়, চাওয়া - পাওয়া জীবনে
আটকে পড়া বেড়াজালে ঘা খেতে খেতে
লাল হয়ে উঠছে গায়ের চামড়া
তবুও যেতে হবে ভাড়া করা সভায়।


যেতে হবে নিশ্চিত
না হলে সোজা আঙুল বেঁকে যাবে
নিগ্রহের চিহ্ন সারা শরীরে


দুর্নীতিতে  লেগে থাকা অগাধ প্রতিশ্রুতি
অন্তিম সময়ে ল্যাম্পপোস্টের নীচে
দীর্ঘ সময়ের ঝড়-ঝঞ্ঝা, আঁধার পেরিয়ে
সংসারের আশার প্রদীপ হয়ে
নানান ক্ষত চিহ্ন এঁকে দিচ্ছ তুমি


সাজানো মিথ্যে পান্থপাদপের নীচে।