সেই ছাঁউনি ঘেরা গ্রামে
একটা শিশুর ময়লাকুড়ানো মুখ,একতাল গোবরে যেন গুঁজে আছে
আঙুলগুলো   ঠিক মানুষের মতো  নয়
কোনো পশুর জন্মান্তর যেন
একটা শিকড়ের আশ্রয়ে আঁকড়ে ধরেছে
সেই ভেজা সোঁদা মাটি আর নোংরার সাথে বিষ্ঠাবিশেষ


কারা যেন দেখছে দুরত্ব রেখে
আর ভাবে পূর্ব জন্মের ফল কিংবা অভিশপ্ত এটি


কিছুতেই ক্ষুধায় মরেনি।