পড়ন্ত  রোদের মাঠে
বিশাল  আকাশ
বিশ্বাস  একরোখা  মন
নীরব  আচ্ছন্ন  হেঁটে হেঁটে  দেখি
হলুদ , সবুজ , নীল রঙের  মানুষের  শরীর
আমার সঙ্গী  হয়ে ওঠে  নরম  বিকেল
মাঠে মাঠে  মৃত্যুর  বন্যা পূর্বাভাসের
আমি চাই শান্তির  ফুল
যা দিয়ে জ্বেলে দিই প্রতিবাদ


আমি পথে  পথে  করি বাঁচার স্তর
অসম্ভব  হিংসায় অহিংসার লালন
সব হারানোর  ভেতর  
হাসিমুখে  গান ধরি


আমি  পেরেছি  আমার  সমস্ত  দাবী নিতে
তিরতির  করে ছিঁড়েছি
মানবতার  হৃদয়কে
আমি তখন  হিংস্র  শকুন
মৃত্যুর অপরূপ প্রকাশ
আমাকে নিমন্ত্রণ  জানায়


মানুষ  তুমি, আমিও
তোমার জীবন  আমার হাতে
কি শেখাও, মানুষ  আমাকে ।