টাঙানো  দেওয়াল ঘড়ি  একা  কথা বলে
আমার তৈরি  ঘর ধূসর  বিছানা
দু'চারটা  ইতিকথা প্রতিটি  কাটায় খেলে।


জানালায় এক -আধ ফোঁটা  রাতের বাতাস
স্মৃতিকথা এঁকে  যায় প্রতি জানালায়
গভীর ভাবে  ভেসে আসে সময় সুহাস।


এক মুহূর্তে থাকে সব শব্দ গভীর  নীরব
আকাশ রেখায় খুলেছে  অনন্য  অঞ্চল
প্রতিটি  নির্জনতা অনুভবে  সময় গৌরব।


আগে - পিছে ঘিরে সকালের  নরম  সূর্য
হাঁকিয়ে  চলে যায় দুপুর  প্রিয়জন
এই সময় পৃথিবীর প্রয়োজন  অনিবার্য ।


অক্ষর  নিমগ্ন সেইখানে  আমার  হৃদয়
দু'এক মুহূর্তে  করি সময় আয়োজন
সময়ের স্রেফ  স্রোত এগিয়ে যায়।


আমার হৃদয়ে  অতীত  টিকটিক  করে
দিন- রাত এলোমেলো  আবছা শাখায়
নতুন সময়  মিছিল  রাতের অক্ষরে
কবেকার  মানুষকথা এখনও দেওয়াল ঘরে ।