অনেক দিন পরে কয়েকটি কবিতার পঙক্তি নিয়ে বসলে
পত্রিকার  সম্পাদক  ঋত্বিক ত্রিপাঠি বলেন—
বানান ভুল  থেকে  যাচ্ছে।
আমি যখন  সেই ভুল  ঠিক  করি
তখনও  তিনি বলেন—
যতি চিহ্ন যেন যথার্থ  হয়।
আমি আবারও  পঙক্তিগুলোর শেষ  দেখি।


তিনি তারপরও বলেন-
এবার কবিতার মুখ দেখাচ্ছে।


সেইদিন থেকে  আজও  আমি
প্রতিটি  মুহূর্ত কবিতার বানান ও যতিচিহ্ন
দেখে যেতে থাকি
কয়েকটি  পঙক্তির শেষ বরাবর।