কবিতাকে শুধুমাত্র কবিতা না ভেবে  সহজ কবিতা বলা যেতে পারে
কবিদের সৃষ্টিতে ভিন্ন ভিন্ন  ব্যাকরণ হয়ে ওঠে
নদী, আকাশ, মেয়েমানুষের প্রেম মাথায় খেলা করে।


কোনো কবিতার  বিশেষণ কখনো নদীটাকে ঘিরে
আবার হেঁটে যাওয়া মেঘলা জীবন  চুলভেজা মেয়েটিরপরে


ওই দূরে দূরে আকাশ ছুঁয়ে যায় উদার গাছেদের
যেখানে ছন্দ মেশে কবিতার শেষ ঘরে  
কবিদের অভিধান বিশিষ্ট প্রকরণে


গদ্য - পদ্যের  শব্দ
মিশে যায়   কবিতায়
সে এক নতুন অভিনবত্বে।