১.
সারাটা দিন  চেয়ার, টেবিল আর বইয়ের  সাথে
শব্দের  গন্ধ মেখে জানালার পাশে সংসার পাতি
দু'এক টুকরো হাওয়া  বইয়ের শরীরে  ঢেউ তোলে
আমি তার থেকে তুলে আনি শব্দ যৌবন  ঘ্রাণ


২.


চেনা ঘর, চেনা কুটুম  একটি  গরম ভয়
নিভৃতবাসে কাটলো একটা  প্রেমের  অভিনয়


৩.
ইচ্ছে রঙের  পাখি ইচ্ছেমতো  চায়
দেশ বিদেশের থেকে ইচ্ছে ভাবনা ভয়


৪.


উড়ে গেছে ঘর, পাখিদের কলরব  শোনা যায়
সারা দিন -রাত পাখি শিকারের   স্বপ্ন
একথালা   রোদ্দুরে তবুও  রোদ্দুর  হাতে
নিজেকে  বেমালুম  চিনিয়ে
বিজ্ঞাপন পাখির খাঁচা।


৫.


লকডাউন  হয়নি শেষ


তবুও লোকটি লাঙ্গল  হাতে মাঠে
দুঃস্বপ্নের দিন শরীরে  রক্তের  দাগ
কান্না  ছুঁয়ে যায় নিবিড়  প্রিয়জন


বড়ো  বড়ো  চোখে সময় শাসক
একটা  মৃত্যু  পূর্ণ  সংসার হারায়


তখন লকডাউনের শরীর বদলায়...