তোমার আর কিছু বলার থাকলে
বলে যাও মসৃণ ভাবে
মিথ্যার সাথে আপোষ করতে করতে
ভুলে গেছ তোমার অতীত সত্যকে

তোমার  বুদ্ধি বিক্রি হয়ে গেছে
মিথ্যের কাছে
শুধু পরগাছার মতো বেঁচে আছো

অথচ যে তোমার জন্য তার সমস্ত  বিশ্বাস নিয়ে
একটা নতুন আলোর স্বপ্নে বিভোর ছিল
যা তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে
তাই তোমার স্মৃতিকে বাঁচাতে  লক্ষশ্রম করে চলেছে
তার প্রতি তোমার  কোনো কৃতজ্ঞতা নেই

শুধু তোমার জন্য তার আছে ভীষণ উদ্বেগ ও শ্রদ্ধা
আর দু:খের রাতে তার
চোখের জলে সমস্ত  দিন ও রাত ভেসে যায়...