করোনার খাবার
আমফানের ঘর  
মানুষ বুঝেছে
কে আপন কে পর।


শাসক পদের শক্তি
কৃতিত্ব কুড়াবার
ভয়ের পূর্বাভাস
বিরোধিতায় বারবার।


অসহায় মানুষ আজ
কাঁদে খোলা পথে
দেখেও দেখে না শাসক
ত্রান চুরি সাথে সাথে।


সংবাদ মাধ্যম এসে দেখে যাও
কে পাচ্ছে, কিভাবে পাচ্ছে ত্রান
শাসকের মিথ্যা প্রচারে
নিজের কর না সত্যের অসম্মান।


তোমাদের কি আছে সত্যতা?
ওদের খবর করে পাও মোটা টাকা
তাই এতো  মুখে মিথ্যারঝুড়ি
খবরের পৃষ্ঠায় দেখা যায় আঁকা।


শহরতলীর বুদ্ধিজীবী স্বভাব যে বেশ
সুযোগ বুঝে নেমে পড়ে পথের মাঝে সে
আমফানের কারণে গ্রামের কি দুর্দশা
শাসকের প্রশংসা করে শহরের ছাদে বসে।


গ্রামের মানুষ পাচ্ছে না ত্রান
শহরকে নিয়ে হৈচৈ
গ্রামের মানুষ থাকবে অন্ধকারে
শাসকদের কৃতিত্ব উড়ছেই।