ঘরে ঘরে  আজ লম্বা  অবসর
টেলিফোন থেকে আড্ডা  হাসছে
সমস্ত পুরনো দিনের না জানার থেকে
আমাদের সমস্ত ভুল প্রতিজ্ঞা ভাঙ্গছে।


যে সব পুরুষ এখানে আসে, তারা লুকিয়ে
কালো  বৃষ্টির মতো দেহে অসাড় হয়ে ঝরে
ঝরে যাওয়া বিন্দু বিন্দু  দাগ, মৃত্যুর ওপারে
লম্বা অবসর মহার্ঘ,পাখিরা সুখের  সংসারে।


নিঃসঙ্গতা নেই  স্ত্রী, সন্তান  পাশাপাশি আছি
জীবনের দুর্ভোগ একটানা শিশুদের  কলরব শুনে
মুছে  যায় সাজানো  হাসির কুচিকুচি গানের রাগ
সমস্ত  আকাঙ্ক্ষা  কেঁপে কেঁপে  ওঠে, সমুদ্র টানে।


চীন,,আমেরিকা, স্পেন ,..  ইউরোপ  থেকে
খসে খসে পড়ে এক- একটা  ভবিষ্যতের তারা
মুহূর্তে অর্থহীন জীবন প্রবল ঝড়ে , নিখোঁজ
লম্বা এই অবসরে বিশ্বাসে, বেঁচে  -মরে আমরা।