বর্তমান জীবনটা আমার আজন্মের অত্যাচার
সময়ের ঢেউতে মনটা বুকের হাঁপর
এক চেনা চাঁদের ঠোঁটে কাস্তের ফালি
নিজেকে প্রতিদিন মেঠো পথের পাশে রাখি


অবাক লাগে বুকের মধ্যে একটা অসুখ
অসহায় মূর্তির মতো দাঁড়িয়ে
বোবা মুখে চোখ পাল্টাই
শুধু একটু ফ্যান চাই- প্রিয় সুখ


এ আমার অবিরাম লড়াই
খুঁজে বেড়াই আমার মায়ের সেই হাত
যেখানে সেই ফ্যানের ঘ্রাণ লেগে আছে।