রাতের বিছানা সারারাত  একা
লাজুক  মনে গন্ধরাজ ছড়ায়
জানালার পাশে  চাঁদের দেখা
নাচের অডিশন আকাশ  শেখায়।


পর্দা সরিয়ে  নাম ধরে ডাকে
মধুমালতীর স্বপ্নে ব্যক্ত জীবন
রাতের পাহারাদার ভাবে তাকে
স্পর্শ করার স্বাদ পায় যে মন।  


দু'হাতে  আঁকে দূরত্ব রাখার ছবি
ঠোঁটে চুমুর গান ভালোবাসার আদর
নিশীথ স্বপ্ন বিপ্রতীপ কলমে কবি
গ্রাম-শহরে মধুমালতীর ডাক অনড়।


প্রশান্ত সাগরে ভেসে যায় ডাক
প্রতিভোরে সুরের ভিন্ন ছবি দেখাক।