কতগুলো আক্রোশ
দিনের শুরু আর রাতের শেষ প্রহরে
উপনিবেশ  বিশারদ হয়ে
তোমার শরীরে বাসা বাঁধে


তুমি শরীরে ব্যথার ক্রিম মেখে
চক্রান্তের চেতনায়
বিকৃত অনুভূতি চিন্তায়, মাথায়
ধমণীর রক্ত বিন্দুতে


তুমি চেয়ে দেখো
এই দেশ মাতৃত্বের আগুনে
অস্থি নিয়ে খেলা করে


চোখের ক্যানভাসে অর্ধসমাপ্ত ছবি
এ ছবি কি ভালোবাসার?  
এ ছবি কি স্বাধীনতা?
এ ছবি কি সত্যের জোয়ার?


এর চেয়ে আর কি পাবে


মিথ্যার মাকড়সার  বাসায়!!