চুপ, শব্দ নয় এখুনি
সবাই গোপন আস্তানায়
মন্ত্রের আরাধনায় সময় নিঃশ্চুপ


আমার নিজের তৈরি মন্ত্রের অলৌকিকতা
কতবার জানবে মণ্ডপে মণ্ডপে
লুণ্ঠিত হয় সেখানে মানবিকতার ইতিহাস
আমি চাই এমনই করে
শব্দহীন অনুভূতির উচ্চারণ


আমার প্রতিটি শিষ্যের আয়ত মুখে
বজ্রকঠিন ধ্বনিতে জেগে উঠুক
মন্ত্র শেখানোর মহাবান


প্রতিধ্বনিত হয়ে ফিরে আসুক
মন্ত্র শেখাবে বলে
আবার সেই গোপন আস্তানায়।