কিছুতেই আজ-কাল মানুষের  চোখে চোখ রাখা যায় না-
ভয় করে। অসম্ভব  ভয়
ভেতরে  চাঁদ  কথা বলে, কেউ কথা শোনে না
আমি সারাক্ষণ এম্বুলেন্সের ডাক শুনি
পাখিদের বিদ্রুপ  শুনি
তাই, কিছুতেই  মানুষের  চোখের  দিকে  চোখ রাখা যায় না -
শুধু  ভয় আর আতঙ্কে


বর্তমানে  মানুষের কপালে পলাতক  হরিণের  কোলাজ
বিনা  অপরাধে  যাবজ্জীবন  সাজা হবে জেনে
শরীরে  জেব্রার  পায়ের  ছাপ আঁকে
তবুও  অবশেষে  যেতে হয় ফাঁসিকাঠে


আমার দু'চোখে শূন্যতা ভর্তি
ক্ষুধার্ত  কয়েদিরা আজ জেলবন্দী


চোখে  চোখ  হলে পরে, চলে যায় যে যার ঘরে
আমি কিছুতেই ঠিক  হতে পারি না


আজকাল  কিছুতেই মানুষের  চোখের  দিকে চোখ রাখা যায়না -
ভয়ে কিংবা  অজানা  কারণে
দিনের আলো নিভে গেলে
অন্ধকারে  তৃষ্ণার্ত  হৃদয়ে  
আমি আমার দিকে চেয়ে থাকি