মাথা, দু'হাত , দু'পা, মুখ
ঘুমায়,জাগে, হাঁটে
ঠিক যেন মানুষ সুখ।


রাত, দিন সব অন্ধকার
পথের মাঝে অচেনা
মানুষ দেখে মানুষ পর পর ।


কথায় কথায় লুকোচুরি খেলা
ছদ্মবেশে শহর কিংবা গ্রাম
মানুষ নিয়ে চলছে মানুষ মেলা।


পুবে - পশ্চিমে, উত্তর- দক্ষিনে
জিজ্ঞাসা সেই মানুষকথা
মানুষ ভুলে যায় মানুষের মানে।      


সুখ-দুঃখ, আশা- ভালোবাসা
দিন-মাস, বছর-বছর
অচেনা আজ মানুষের ভাষা।


দুরন্ত এই উত্তাল মানুষ ভাসছে
নেই মানুষ ধারাপাত  
পথে পথে অচেনা মানুষ হাঁটছে।