ভয় কিসের,সোজা পথ করে হেঁটে যান
জানি,চোখ রাঙাবে ওরা
তাতে কি? ওদের খাই না পরি?
ওরা পথে কাঁটাতার জড়িয়েছে
সন্ত্রাসকে  ঘরে এনেছে
ওদের স্বপ্ন পূরণ  মুহুর্তে ঘটে যায়
বারে, হোটেলে, রেষ্টুরেন্টে টাকা ওড়ায়
সীমা পেরিয়ে অসীমের দিকে
ওদের দাস-দাসী, পাত্র- আমত্য
আমাদের সব পথ ঘিরে ধরে
সেই পথ আমারও...


চোখে চোখ রেখে আপনিও হেঁটে যান
মাথা উঁচু করে...