দীর্ঘদিন আমি মাতৃহীন
এই পৃথিবীতে মা আর নেই
আমার এতো দিনকার স্বপ্ন
ধীরে ধীরে মুছে যায়


আমার ভাবনায় মায়ের আদেশ
মুহূর্তে অন্ধকার হয়ে যায়
আমার বেঁচে থাকার কোনো মানে নেই


পাড়াগাঁর সেই পথে এখনো মায়ের পায়ের দাগ
তুলসীতলায় আজও মায়ের হাতের স্পর্শ
বেঁচে থাকা এতোসব স্বপ্ন নিয়ে


বিস্ময় জাগে মায়ের সেই আনন্দ
সমস্ত স্তন পানে অবাধ স্নেহ
আমার বেঁচে থাকা এসব স্বপ্নের জন্য


সমস্ত নক্ষত্র জেগে
পৃথিবীর ভীড়ের মাঝে
শোনা যায় তুমি যেন অন্ধকারের দেশ
দেবতাদের সাথে  
আমার গল্প বলো


আমার বেঁচে থাকার কোনো মানে নেই  
আমার দরকার গল্প শোনা
তোমার সাথে তোমার কথা বলা।